সুজন আহম্মেদ, রংপুর প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়ায় ৫১তম উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল,মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহানাজ বেগম, একাডেমিক সুপার ভাইজার আমজাদ হোসেন, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, ধামুর পূর্বপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান, তালুকহাবু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কান্ত রায়সহ শিক্ষক-শিক্ষার্থী ও মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply