শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৭:২৮ অপরাহ্ন

জবি ছাত্রলীগের পদার্থ বিজ্ঞান বিভাগের সভাপতি রাফি সেক্রেটারি সাদেক

জবি ছাত্রলীগের পদার্থ বিজ্ঞান বিভাগের সভাপতি রাফি সেক্রেটারি সাদেক

 

রাফিউর রহমান রাফিকে সভাপতি এবং সাদেক খানকে সাধারণ সম্পাদক করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি মো: ইব্রাহিম ফরাজি এবং সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এক বছর মেয়াদী ১১ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে সহ-সভাপতির পদে আছেন,মেহেদী হাসান রেয়ন,নাজমুল হাসান নয়ন,তানভীর হাসান, তাওসিফ কবির,মুসাব্বির হোসেন শুভ, ও শুক্কুর ইসলাম আমান।

এছাড়া উক্ত কমিটির যুগ্মসাধারণ সম্পাদক হিসাবে আছেন, মুহসিন পাঠান,এএসএম সুলাইমান, ও ইয়াসিন আরাফাতা। নবনির্বাচিত সভাপতি মোঃ রাফিউর রহমান রাফি বলেন,আমার উপর বিশ্বাস রেখে পদার্থবিজ্ঞান বিভাগ শাখা ছাত্রলীগের সভাপতি পদে মনোনীত করায় প্রথমেই আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার নেতা আমার ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি ইব্রাহিম ফরাজি ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক আক্তার হোসাইন ভাইয়ের কাছে। বাংলাদেশ ছাত্রলীগ হলো আমার জীবনের প্রথম ভালবাসার সংগঠন। আর আমি এই সংগঠনের হয়ে কাজ করতে পেরে অনেক গর্বিত ও আনন্দিত। আমি চেষ্টা করব আমাকে প্রদানকৃত দায়িত্ব যথাযথ পালন করে পদার্থ বিজ্ঞান বিভাগ ছাত্রলীগ পরিবারকে আরো বেশি সুসংগঠিত ও শক্তিশালী করে গড়ে তুলতে। যাতে করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ পরিবার আরো বেশি সুসংগঠিত ও শক্তিশালী হয়।

উল্লেখ্য যে,দীর্ঘ সাত বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের অনুষদ ও বিভাগ ভিত্তিক পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। এরই মধ্যে সম্পন্ন হয়েছে পদ প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহের কাজ।দেওয়া হয়েছে ৩৬ টি বিভাগ ও ২ টি ইন্সটিটিউটের আংশিক কমিটি।

আপনার স্যোসাল মাধ্যমে শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 teestasangbad.com
Developed BY Rafi It Solution