সাইফুল ইসলাম মুকুল
রংপুরের গঙ্গাচড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের উপ-খাদ্য পরিদর্শক কাওসার আহমেদের অফিসে বসেই ধুমপান করার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন স্থানে ভাইরাল হয়ে গেছে। এছাড়াও তিনি সেবা নিতে আসা লোকজনের সামনেই নিজ দপ্তরে বসে প্রকাশ্যে প্রতিনিয়ত ধুমপান করেন বলে অভিযোগ করছেন অনেকেই।
ভিডিও ফুটেজে দেখা যায়, কাওসার তার নিজ দপ্তরে বসে কয়েক জনের সামনে বাম হাতে সিগারেট টানছেন। সেবা নিতে আসা লোকজন জানান, কাওসার আহমেদ তার দপ্তরের চেয়ারে বসেই প্রতিনিয়ত ধূমপান করেন।
তিনি এ ব্যাপারে কোনো বাধ্যবাধকতার তোয়াক্কা করেন না। এতে করে সেবা নিতে আসা লোকজন তার উপর চরম ক্ষোভ প্রকাশ করেছেন।
গজঘন্টা ইউনিয়ন থেকে আসা সাজু মিয়া জানান, আমার কার্ডের সমস্যা থাকায় খাদ্য নিয়ন্ত্রক অফিস এসেছিলাম। তিনি বয়স্ক কিংবা মুরুব্বী মানুষকেও কিছু মনে করেননা। সবার সামনেই সিগারেট টানেন। ওনি প্রকাশ্যে নিজ চেয়ারে বসে সিগারেট টানা দেখে আমাকেই লজ্জা লেগেছে।
এবিষয়ে উপ-খাদ্য পরিদর্শক কাওসার আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এতো ছোট বিষয় নিয়ে যদি আপনারা বারাবারি করেন তাহলে করেন। আমার অনুরোধ আপনারা নিউজ করে দেন।
এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অ: দা:) রইচ আহমেদ জানান, কাওসারের ধুমপান করার বিষয়টি আমার জানা নেই, তবে সে যদি ধুমপান করে থাকে বাসায় করবে। অফিসে বসে ধুমপান করা যাবে না বা আশপাশেও ধুমপান করার নিয়ম নাই। তবে বিষয়টি নিয়ে আমি কথা বলবো তার সাথে
Leave a Reply