1. jfjoy24@gmail.com : admin :
  2. wordpressdefaults@gmail.com : defaults :
রুফটপ রেষ্টুরেন্টের আড়ালে মাদকব্যবসা: আটক ৫ মাদককারবারী | তিস্তা সংবাদ
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পুলিশের সঙ্গে সংঘর্ষে রেসিডেনসিয়াল কলেজের শিক্ষার্থী নি*হত পুলিশ–ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে কোটা আন্দোলনকারী বেরোবির এক শিক্ষার্থী নিহ*ত রংপুরে জেলা যুবলীগের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত রংপুর সদর দলিল লেখক সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠিত রংপুরে প্রবাস বন্ধু ফোরামের ত্রি-মাসিক সভা অনুষ্ঠিত এবার জিআই পণ্য হিসেবে নিবন্ধনে সুন্দরবনের মধু রমেকে ভিন্ন গ্রুপের রক্ত দেয়া সেই ফাতেমার মৃ*ত্যু পীরগাছায় স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে থানার এস আই আনিছুর রহমান কে বিদায় সংবর্ধনা ইরানের নতুন প্রেসিডেন্ট সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান সৎ বাজার এরশাদ মার্কেটের দোকানদারদের পক্ষে অবহিতকরণ ও মানববন্ধন

রুফটপ রেষ্টুরেন্টের আড়ালে মাদকব্যবসা: আটক ৫ মাদককারবারী

প্রতিনিধি
  • আপডেট সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৩৬

 

রংপুর নগরীর চারতলা এলাকায় টুইন রুফটপ রেষ্টুরেন্ট ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদকব্যবসা করে আসছিলো এস এম মুঞ্জুর মোর্শেদ অরফে লিংকন। নিজ বাড়ির ছাদে রুফটপ রেষ্টুরেন্ট হওয়ায় বাসায় ইয়াবা ও ফেন্সিডিল রেখে খুব সহজে চাতুরতার সাথে ব্যবসা চালায় লিংকন। অবশেষে গোয়েন্দা পুলিশের জালে ধরা পরে এই মাদককারবারী।

 

সোমবার (১৫ জানুয়ারী) দুপুরে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান।

সংবাদ সম্মেলনে থেকে জানা যায়, এস এম মুঞ্জুর মোর্শেদ অরফে লিংকন চারতলা মোড় এলাকায় অবস্থিত নিজ ৬ তলা ভবনের ছাদে টুইন রুফটপ রেষ্টুরেন্টের ব্যবসা শুরু করেন। ব্যবসার আড়ালেই অধিক লোভের আশায় মাদকের ব্যবসাও শুরু করেন এবং দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করছেন তিনি। এমন তথ্যের ভিত্তিতে ১৪ জানুয়ারী টুইন রেষ্টুরেন্টে হানা দেন রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। রেষ্টুরেন্টে অভিযান পরিচালনার সময় মাদক ক্রয়-বিক্রয়কালে হাতেনাতে ওই ভবনের মালিক এস এম মীর কাশেম এর ছেলে এস এম মুঞ্জুর মোর্শেদ অরফে লিংক (৫১), কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার বাগডাঙ্গা এলাকার ইয়াকুব আলীর ছেলে মাসুদ রানা (৩২), রংপুর নগরীর আশরতপুর পার্কের মোড় এলাকার মৃত জাহিদুল ইসলামের ছেলে সামিউল আলম অরফে রতন (৩২), নগরীর ধর্মদাস মিলনপাড়ার কোরবান আলীর ছেলে মোশাররফ হোসেন (৩৫), নগরীর শালবন এলাকার আব্দুল মালেক ব্যাপারীর ছেলে শিপন মিয়া(২৭)। এসময় ১৬৩ পিস ইয়াবা ও ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

 

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, অভিজাত রেষ্টুরেন্ট ব্যবসার আড়ালে এক শ্রেণির চক্র। এরকম তথ্যের ভিত্তিতে টুইন রুফটপ রেষ্টুরেন্টে অনেক তথ্য যাচাই-বাছাই করে অভিযান পরিচালনা করে ৫ মাদককারবারীকে গ্রেফতার করা হয়। যারা মাদকব্যবসায়ী ভেবেছিলো, রেষ্টুরেন্টের আড়ালে মাদকের ব্যবসা করলে কেউ বুঝতে পারবে না। সেই বিশ্বাস থেকে তারা এই ব্যবসা করে আসছিলো। এই রেষ্টুরেন্টের সাথে আরো কেউ কিংবা অন্য কোন রেষ্টুরেন্টের যোগসুত্র আছে কি না, অথবা এখান থেকে কারা কারা মাদক ক্রয় বিক্রয় করে সেগুলো তথ্য সংগ্রহ করা হচ্ছে। গ্রেফতাকৃতদের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার স্যোসাল মাধ্যমে শেয়ার দিন

এই বিভাগের আরো খবর
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | তিস্তা সংবাদ.কম
Theme Customization By NewsSun