গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শ্বশুর বাড়িতে বেড়াতে এসে ৮ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মোজাফ্ফর রহমান (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি উপজেলার সর্বানন্দ ইউনিয়নের দক্ষিণ সাহাবাজ গ্রামে ঘটেছে। এ ঘটনায় শিশুর নানা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মোজাফফর উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের পশ্চিম রাজিবপুর (আকন্দপাড়া) গ্রামের মৃত বক্তার আলীর ছেলে।
ঘটনাস্থল ও মামলা সূত্রে জানা যায়, ওই শিশুর মা নুরী বেগম জর্ডান প্রবাসি আর বাবা সবুজ মিয়া ঢাকায় অবস্থান করার কারণে শিশুটি তার নানার বাড়িতে থাকতো। ওই শিশুর নানা দক্ষিণ সাহাবাজ গ্রামের মৃত নবী বকসের ছেলে নুরুল হক। নুরুল হকের প্রতিবেশি মৃত আজর উদ্দিনের ছেলে জালাল উদ্দিনের জামাতা মোজাফফর। গত (২০ মে) ওই শিশু গ্রামের অন্য ছেলে-মেয়েদের সাথে খেলছিল। খেলাধুলার এক পর্যায়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ওই শিশু জালাল উদ্দিনের বাড়ির ভিতরে টয়লেটে যায়। টয়লেট সেরে আবার খেলাধুলা করতে যাওয়ার সময় ওই বাড়িতে লোকজন না থাকায় জালাল উদ্দিনের জামাতা মোজাফফর রহমান শিশুর হাত ধরে গোয়াল ঘরে নিয়ে গিয়ে পরনের প্যান্ট খুলে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটির চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে গেলে মোজাফফর রহমান কৌশলে পালিয়ে যায়। এরপর এলাকাবাসি ঘটনাটি আপোষ-মীমাংশার চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে গত শনিবার (২৯ মে) রাতে ওই শিশুর নানা নুরুল হক বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা দায়ের করেন। রোববার পুলিশ অভিযান চালিয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মোজাফফরকে গ্রেফতার করে।
থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান মোজাফফরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply