1. jfjoy24@gmail.com : admin :
  2. wordpressdefaults@gmail.com : defaults :
‘সততার সঙ্গে’ মুমিনুল বলে গেলেন তেতো কিছু সত্যি | তিস্তা সংবাদ
শনিবার, ০৪ মে ২০২৪, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

‘সততার সঙ্গে’ মুমিনুল বলে গেলেন তেতো কিছু সত্যি

নিউজ ডেস্ক
  • আপডেট বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৩২

মুমিনুলের সংবাদ সম্মেলনে থাকল কিছু অপ্রিয় সত্যি কথা।ছবি: সংগৃহীত

জয় কী, ড্রয়ের সম্ভাবনাও নেই। প্রশ্ন এখন হতে পারে একটিই – বাংলাদেশ এই টেস্টে কত রানে হারবে!

ক্রিকেটের অনিশ্চয়তার সমীকরণ যা ইচ্ছে বলুক, চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের জয়ের সম্ভাবনা যে একেবারেই নেই সেটা সম্ভবত কাউকে বলে দিতে হবে না।

বেশি দমে খেজুর বিক্রি

চতুর্থ দিন শেষের সমীকরণই যে এই প্রশ্ন তুলে দিচ্ছে। শ্রীলঙ্কা ৫১১ রানের লক্ষ্য দিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে, এরপর দিন শেষ হতে হতে বাংলাদেশের ৭ উইকেট হাওয়া, স্কোরবোর্ডে রান মাত্র ২৬৮। অর্থাৎ, এখনো প্রায় একই পরিমাণ রান করতে হবে বাংলাদেশকে ২৪৩।

এমন দিনের পর বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে যিনিই আসুন না কেন, কী-ই বা প্রশ্ন হবে! বাংলাদেশ কেন পারল না, কোন জায়গায় ভুল হলো, কেন বারবার ভুল হয়…এসবই তো! এর জবাবেও সাধারণত বাংলাদেশ দলের প্রতিনিধির দিক থেকে শেখার কথা আসে, ভুলগুলোর স্বীকারোক্তি আসে, বড়জোর কিছু পাল্টা প্রশ্নও আসে।

আজ বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা মুমিনুল হকের সংবাদ সম্মেলনেও ব্যতিক্রম কিছু হলো না। একই ধারায় প্রশ্ন হলো, একই ঢংয়ে উত্তরও এল। এর মধ্যেও অবশ্য মুমিনুল ‘সততার সঙ্গে’ কিছু পুরোনো কিন্তু কঠিন সত্যি মনে করিয়ে দিয়ে গেলেন। যা বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট সবাই জানেন, তবু বছরের পর বছর ধরে পরিস্থিতি বদলায় না।

প্রসঙ্গটা কী? বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের পার্থক্য!

বাংলাদেশের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের ব্যাপারে পুরোনো অভিযোগ, তাঁরা আন্তর্জাতিক ক্রিকেটে চাপ আর ব্যস্ততা সামলানোর পর ঘরোয়া ক্রিকেটে আর সেভাবে খেলতে চান না।
আবার প্রশ্ন উঠল, বাংলাদেশের শীর্ষ ক্রিকেটাররা ঘরোয়া লিগে মনোযোগ দিলে আরও ভালো হতো কি না!

তার জবাবেই এল মুমিনুলের ‘সততার সঙ্গে’ বলা কথাগুলো। প্রথমে অবশ্য প্রশ্নকর্তা সাংবাদিকের প্রতি বাঁহাতি ব্যাটসম্যানের পাল্টা প্রশ্ন থাকল, ‘এখানে আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, আমি জানি না উত্তর দিতে পারবেন কি না। আমাদের প্রথম শ্রেণির ক্রিকেটের খেলার মান আর আন্তর্জাতিকের খেলার মান একই কি না?’

বিজ্ঞাপন

উত্তর এল, অবশ্যই তফাত আছে। তবে শীর্ষ ক্রিকেটাররা ঘরোয়া লিগে খেললে লাল বলের প্রস্তুতির মধ্যে থাকতে পারতেন, যেমনটা মুমিনুল থাকেন – সাংবাদিকের এমন জবাবের প্রেক্ষিতে লম্বা উত্তর দিলেন মুমিনুল।

‘হ্যাঁ, আমি আর অন্য আরেকটা জুনিয়র ক্রিকেটারের মধ্যে তফাত আছে। আমি আজকেসহ ৬১টা টেস্ট ম্যাচ খেলেছি। আমি অনেক খেলার কারণে হয়তো বুঝি কখন কী করতে হবে, কীভাবে করতে হবে। কখনো হয়তো কাজে লাগাতে পারি, কখনো পারি না। আমার কাছে মনে হয় যে, শুনতেও খারাপ লাগতে পারে… আমাদের ঘরোয়া ক্রিকেটের খেলা এবং আন্তর্জাতিকের খেলা অনেক ভিন্ন, ভাই’ – মুমিনুলের উত্তরের শুরু।

ভিন্নতাটা কোথায়, কতটুকু? সেটাও মুমিনুলের উত্তরের পরের অংশে থাকল, ‘…আকাশ পাতাল তফাত, ভাই। আপনারাও জানেন, আমিও জানি, সবাই জানে। আমি নিজেও তো জাতীয় লিগ খেলি, আমি নিজেও কখনো (জাতীয় লিগে খেলতে গিয়ে) চ্যালেঞ্জের মুখে পড়ি না। এখানে আন্তর্জাতিকে যেমন চাপ মোকাবেলা করতে হয়।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উত্তরের পরের অংশে থাকল মুমিনুলের ‘ডিসক্লেইমার।’ তাঁর কথাগুলো অনেকে অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন – এই শঙ্কায়ই কি না, মুমিনুল বললেন, ‘আমার কথা হয়তো অন্যদিকে চলে যাচ্ছে। কিন্তু আমি সততার জায়গা থেকে কথাগুলো বলছি।’

আপনার স্যোসাল মাধ্যমে শেয়ার দিন

এই বিভাগের আরো খবর
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | তিস্তা সংবাদ.কম
Theme Customization By NewsSun