ইভান চৌধুরী, বেরোবি প্রতিনিধি:
বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনলাইনে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা। স্টুডেন্ট রাইটস ফোরামের আয়োজনে বৃহস্পতিবার (৩ জুন) বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহমুদুল হক, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মশিউর রহমান ও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল আসাদ।
মানববন্ধনে স্টুডেন্টস রাইটস ফোরাম এর নেতৃবৃন্দ বলেন- অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যখন সশরীরে পরীক্ষা নেয়ার তারিখ ঘোষণা করছে তখন আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের কথা চিন্তা না করে শিক্ষার্থীদের উপর অনলাইনে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার চেষ্টা করছে। এ প্রহসনমূলক সিদ্ধান্ত আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। আর আগামী রবিবারের মধ্যে সশরীরে পরীক্ষা নেয়ার তারিখ ঘোষণা না করা হয়, তাহলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।
মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গনে স্বাস্থ্য বিধি মেনে সশরীরে পরীক্ষার দাবিতে প্রতীকী পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা পরিচালনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহমুদুল হক ও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল আসাদ।
Leave a Reply