রংপুরে ৩০০ গ্রাম হিরোইনসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩। এ সময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়। রোববার (৬ মে) সকালে র্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ ফ্লাইট লেফটেন্যান্ট বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে গতকাল শনিবার মিঠাপুকুরের বৈরাগীগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে তল্লাশী করে তাদেরকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল (৫জুন) শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় ঢাকা- রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশী শুরু করে। এ সময় সন্দেহজন একটি প্রাইভেট কার তল্লাশী করে ৩০০ গ্রাম হেরোইন, ৩টি মোবাইল এবং নগদ টাকাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহীর বাসিন্দা মোঃ খায়রুল ইসলাম (৩৭), মোছাঃ জোসনারা বেগম (৪৫), মোছাঃ নার্গিস বেগম (৪০), মোছাঃ জাকিয়া বেগম (২২) সকলেই এবং গাইবান্দার চালক আবুল কালাম আজাদ (৩৬)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা বেশ কিছু দিন যাবৎ মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে মিঠাপুকুর থানায় র্যাব বাদী হয়ে মাদক বিরোধী আইনে মামলা দায়ের করেন। আসামীদের থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply