হাবিবুর রহমান হাবিব,ফুলবাড়ী(কুড়িগ্রাম)
প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে তাসের মাধ্যমে জুয়া খেলা অবস্থায় ৬(ছয়) জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার (৬ জুন) রাত ১০টার দিকে বড়ভিটা ইউনিয়নের নওদাবশ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়।
আটককৃতরা হলেন, নওদাবশ গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে সবুজ সরকার (৪৮), রজব আলীর ছেলে নুরুজ্জামান (৪৩), মৃত জহুরুল হকের ছেলে আজম আলী (৪৭), আফছার আলীর ছেলে কফিল উদ্দিন (৪৫), নুরু মিয়ার ছেলে রাজু মিয়া (২৭) ও কাচু মামুদের ছেলে আমিরুল ইসলাম (৩৮)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে সোমবার সকালে আসামিদের কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply