রংপুরের গঙ্গাচড়ায় বুধবার (৯ জুন) দুপুরে মোনালিসা (১৫) নামে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মোনালিসা উপজেলার নোহালী ইউনিয়নের চর বাগডহরা গ্রামের জিয়ারুল ইসলাম এর মেয়ে। থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন জানান, বুধবার দুপুরে মোনালিসা তার নিজ বাড়িতে রহস্যজনকভাবে মারা যায়। পরে তার স্বজনরা দাফন করার জন্য লাশ চর বাগডহরা গ্রাম থেকে নোহালী গ্রামে নিয়ে আসে। খবর পেয়ে নোহালী গ্রাম থেকে লাশ উদ্ধার করি এবং প্রাথমিক সুরতহাল কালে লাশের শরীরে আঘাতের চিহ্ন পাই। পরে লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করি রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply