ভ্রাম্যমাণ প্রতিনিধি মোস্তফা মিয়া পীরগঞ্জ রংপুর ঃ
রংপুরের পীরগঞ্জের চতরা ইউনিয়নের খোকার বাজারে মেসার্স আল-আমিন এন্টারপ্রাইজ হেয়ার ক্যাপ কারখানার শুভ উদ্ভোধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চতরা ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিবের ৪র্থ তলা ভবনের প্রথম তলায় এ কর্যক্রমের শুভ উদ্ভোধন করা হয়।
উক্ত উদ্ভোধনি অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক আল-আমিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চতরা ইউনিয়ন চেয়ারম্যান এনামুল হক শাহীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব, প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় সভাপতির বক্তব্যে মেসার্স আল-আমিন এন্টারপ্রাইজ কারখানার ব্যবস্থাপনা পরিচালক আল-আমিন বলেন-এ কারখানার মাধ্যমে অত্রালাকার প্রায় ৪ শতাধিক দুস্থ্য, অসহায় এবং শিক্ষিত বেকার ছাত্রীদের কর্মসংস্থান হবে, সেই সাথে প্রতিটি নারী কর্মি কমপক্ষে ১০-১৫ হাজার টাকা পর্যন্ত্য মাসিক আয় করতে পারবে।
Leave a Reply