হাবিবুর রহমান হাবিব,
ফুলবাড়ী (কুড়িগ্রাম )প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে আনসার ও ভিডিপির মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৩ শে জুন ) সকাল ১০:০০টায় ফুলবাড়ী ডিগ্রী কলেজ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
আনসার ও ভিডিপির এর মতবিনিময় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা কমান্ডার নাজমুল হক নুরনবী , বিশেষ অতিথি ওসি রাজীব কুমার রায় , ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, ফরাদ হোসেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা , ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস, অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় ,অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু,এমদাদুল হক মিলন,উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা ফরাদ হোসেন প্রমূখ।
সভার শেষে আনসার ও ভিডিপির ২৮ জন সদস্যকে ১টি করে ছাতা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা , প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক,উপজেলার আনসার ও ভিডিপির সদস্য ও জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
Leave a Reply