মিনহাজ পারভেজ,পাটগ্রাম লালমনিরহাট
আজ ২৮ জুন (সোমবার) উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, পাটগ্রাম, লালমনিরহাট এর উদ্যোগে বুড়িমারী ইউনিয়নের উফারমারা গ্রামে দুটি বাড়িতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয় । উক্ত সময়ে দুটি বাড়িতে তল্লাশি চালিয়ে এক লক্ষ দশ হাজার মিটার নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল ও পয়ষট্টি কেজি কারেন্ট জাল তৈরীর বিভিন্ন উপকরণ জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে দেয়া হয়। এবং দুজন ব্যক্তিকে কারেন্ট জাল বিপনন করার উদ্দেশ্যে মজুদ রাখার অপরাধে সর্বমোট আট হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুবেল রানা। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন পাটগ্রাম থানা পুলিশ ও পাটগ্রাম মৎস্য অফিসের কর্মকর্তারা।
পাটগ্রাম উপজেলা মৎস্য কর্মকর্তা দীন মোঃ আসাদুল্লাহ্ জানান, সব ধরনের কারেন্ট জাল আইনতঃ নিষিদ্ধ। দেশীয় প্রজাতির মা মাছসহ সকল ধরনের মাছের প্রজনন নিরাপদ করতে কারেন্ট জালের বিরুদ্ধে ব্যাপক তৎপর রয়েছে পাটগ্রাম উপজেলা মৎস্য অধিদপ্তর। এক্ষেত্রে বিদ্যমান মৎস্য আইন ভঙ্গকারীদের কোন ধরনের ছাড় দেয়া হবেনা।
সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুবেল রানা জানান, কারেন্ট জাল মা মাছ ও পোনা ধ্বংস করে দেয়। তাই মা মাছ ও পোনা রক্ষার্থে পাটগ্রাম উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে কারেন্ট জালের অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এদিকে বিকালে জব্দকৃত কারেন্ট জাল বুড়িমারী ইউনিয়নের শ্রীরামপুর মৌজাস্থ ধরলা নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়।
Leave a Reply