মোঃ সাজু মিয়া
কালীগঞ্জ লালমনিরহাট প্রতিনিধিঃ
“শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লালমনিরহাট জেলার কালীগঞ্জে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর-কিশোরী ক্লাবের ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি) সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) বিকেল ৩ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আক্তার বানু, একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন, আট ইউনিয়নের জনপ্রতিনিধি, কিশোর-কিশোরী ক্লাবের ফিল্ড সুপারভাইজার এবং জেন্ডার প্রোমোটার সালমানুল ইসলাম সজীব এবং সুশিল সমাজের ব্যক্তিবর্গ, অভিভাবকগণ কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক, ছাত্র/ছাত্রী ও সাংবাদিকবৃন্দ।
বক্তাগণ কিশোর-কিশোরী ক্লাবের গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক মিজানুর রহমান।
Leave a Reply