ফেরদৌস জয়
রংপুরের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী,মিউজিক কম্পোজার রিদয় জেজের পেজ ভেরিফাই করেছে ফেসবুক কর্তৃপক্ষ।গত দুই জুলাই নিজের অফিসিয়াল ফেসবুক একাউন্টে পেজ ভেরিফাই হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান তিনি।
এসময় তিনি ভক্তদের শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন,আমার সকল শুভাকাঙ্ক্ষী,ভক্তদের জন্য শুভকামনা রইল তাদের জন্যই আজকের এই প্রাপ্তি।
ভক্তদের জন্য নতুন কি থাকছে প্রশ্নের জবাবে এ কণ্ঠশিল্পী তিস্তাসংবাদকে জানান,ভক্তদের জন্য কাজ করে যাচ্ছি নতুন চমক নিয়ে আসব সেটার উপর কাজ করছি। আশা করি আগের গান গুলোর মতই এই গান গুলো ভক্তরা সাদরে গ্রহন করবে।
জেজের ভক্ত মহসিন বলেন,আমি প্রতিদিন ভাইয়ের গান শুনি অনেক ভাল লাগে তার কন্ঠে জাদু আছে।তার এই প্রাপ্তিতে আমি অনেক খুশি,আশা করি তিনি এভাবেই তার গানের মধ্য দিয়ে আমাদের মনের খোরাক মেটাবেন।আমি তার সর্বাত্বক সাফল্য কামনা করি।
উল্লেখ্য,কণ্ঠশিল্পী রিদয় জেজের কম্পোজিশন ও গায়কিতে, ভাব আছে যার গায়,রিদয় পিন্জিরার পোষা পাখিরে,ধান্দা বাজির ধোকায় পরে,নিরানব্বই নামের মাঝে,বারে বারে আর আসা হবে না,কোন সাধনায় মিলবে সাইয়ের পরম ধন সহ আরো নানান গানে দর্শকদের মাতিয়ে রেখেছেন তিনি।
Leave a Reply