শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৯ অপরাহ্ন

কালীগঞ্জে মা হলো ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরী

কালীগঞ্জে মা হলো ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরী

মোঃ সাজু মিয়া কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধিঃ .

লালমনিরহাটের কালীগঞ্জে ধর্ষণের শিকার ঘটনায় মামলা হওয়া সেই অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী ফুটফুটে পুত্র সন্তানের মা হয়েছেন। জন্ম নেওয়া ওই সন্তানের পিতৃপরিচয় ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে ভুক্তভোগীর পরিবার। ‘কে হবে এই নবাগত সন্তানের বাবা?’ কে নিবে এর ভবিষ্যতের দায়িত্ব? এমন সামাজিক একাধিক প্রশ্নের সম্মুক্ষিন ওই কিশোরী ও তার পরিবার। তবে ধর্ষক পলাতক থাকায় পুলিশ দুই মাসেও গ্রেফতার করতে পারেনি ধর্ষককে। গত রবিবার (৪ জুলাই) দিবাগত রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মা হন ওই প্রতিবন্ধী কিশোরী। তবে নিস্পাপ শিশুটি যেন পিতৃপরিচয় পায় এমনটাই দাবী পুরো এলাকাবাসীসহ সচেতন মহলের। ধর্ষনের শিকার ওই কিশোরী উপজেলার দলগ্রাম ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ দলগ্রাম এলাকার সামছুল হকের মেয়ে। ধর্ষনের ঘটনায় গত ২০ এপ্রিল ওই অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরীর বাবা বাদী হয়ে রবিউল নামে একজনকে আসামী করে কালীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে । যাহার মামলা নং-২৫। জানা গেছে,অন্তস্বঃত্বা হওয়ার বেশ কয়েক মাস অতিবাহিত হওয়ার পরে চলতি বছরের ৩ জুলাই ওই কিশোরী অসুস্থ হলে থানা পুলিশের নিকট নিয়ে যায় তার পরিবার। পরে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা এস আই মকবুল হোসেনকে দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ৪ জুলাই রাতে সেখানেই ওই কিশোরী একটি পুত্র সন্তানের মা হন। বর্তমানে মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন। ওই কিশোরীর মা ফাতেমা কান্নাজড়িত কন্ঠে সাংবাদিকদের বলেন, ‘কষ্ট করে দু’বেলা দু’মুঠো খাবারের জন্য মাটি কাটার কাজ করে সংসার চালাই। দরিদ্র হলেও আমারতো সম্মান আছে। আমি মানুষকে মুখ দেখাতে পারি না’। এখন কী হবে অনাগত এই সন্তানের ভবিষ্যৎ? কোথায় রাখবে এই সন্তান? কিভাবে লালন-পালন করবে এই সন্তান? কে নেবে তার ভরণপোষণের দায়িত্ব?’কিছুই ভেবে পাচ্ছি না। আমি বাড়ির বাহিরে কাজ করার সুযোগে যারা আমার প্রতিবন্ধী মেয়ের এমন সর্বনাশ করেছে তাদের ফাঁসি চাই’। এ বিষয় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ১ জনের নামে গত ২০ এপ্রিল একটি ধর্ষণ মামলা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার স্যোসাল মাধ্যমে শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 teestasangbad.com
Developed BY Rafi It Solution