হাবিবুর রহমান হাবিব
ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ-
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের বিশেষ বিশেষ স্থান ও বাজারে মাদক,সন্ত্রাস রোধ এবং জননিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।
উপজেলার ৬নং কাশিপুর ইউনিয়নের উদ্যোগে এলজিএসপি-৩ (২০১৯-২০২০) অর্থ বছরের অর্থায়নে অত্র ইউনিয়নের গংগারহাট বাজার,কলেজমোড় ও বেড়াকুটি বাজারের বিশেষ স্থানে ১৮টি ক্যামেরা বসানো হয়।
সিসিটিভি ক্যামেরাগুলো স্থানীয় সংশ্লিষ্ট বাজার কমিটি দেখাশুনা করবে। কাশিপুর ইউনিয়ন পরিষদের এর বাস্তবায়নে প্রথম পর্যায়ে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ শেষ করা হয়।
আই.টি বান্ধব ও ডিজিটাল ইউনিয়ন গঠনের লক্ষ্যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মন্ডল জানান,পর্যায়ক্রমে সকল বাজার,বিদ্যালয় বা কলেজ সংলগ্ন ও বিশেষ বিশেষ সকল স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হবে।
Leave a Reply