রংপুরের গঙ্গাচড়ায় শেখ হাসিনা সেতু এলাকায় পিক আপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে মতিয়ার রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ জুলাই) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত মতিয়ার রহমান লালমনিরহাটের আদিতমারী উপজেলার কশালতলা এলাকার আব্দুল খালেক মেম্বারের ছেলে বলে জানা যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে আদিতমারীর নিজ বাসা হতে রংপুরের উদ্দ্যেশে যাওয়ার পথে মহিপুর শেখ হাসিনা সড়ক সেতুর উত্তর প্রান্তে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি বাইক থেকে ছিটকে পড়ে ব্রিজের রেলিংয়ে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে গঙ্গাচড়া থানায় নিয়ে যায়। প্রাথমিকতদন্ত শেষে দুপুরে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply