ফেরদৌস জয়
গাইবান্ধায় মাদকের টাকা না পাওয়ায় আপন মাকে হত্যা মামলার প্রধান আসামী মােঃ সাজ্জাদুল হক (২৯)কে আটক করেছে র্যাব।
১৪ জুলাই বুধবার ফ্লাইট লেফটেন্যন্ট(মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব সূত্রে জানা যায়,আটককৃত মােঃ সাজ্জাদুল হক (২৯) দীর্ঘদিন যাবৎ মাদকাসক্ত। সে ইতােপুর্বে বহুবার তার বাবা-মাকে মাদকের টাকার জন্য মারপিট করেছে। তার বাবা একজান অবসর প্রাপ্ত পুলিশ সদস্য। গত ১২ জুলাই ২০২১তারিখ সন্ধ্যা ০৭.৩০ মিনিটে মাদকাসক্ত অবস্থায় মাত্র ৫০ টাকার জন্য সে তার মাকে নিষ্ঠুরভাবে নাকে, মুখে
স্বজোড়ে আঘাত করে এবং বুকে অনবরত লাথি মারে। আহত অবস্থায় খাদিজা বেগমকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করে।
আপন মাকে নির্মমভাবে হত্যার পরে পালিয়ে যায় সাজ্জাদুল পরে তাকে গাইবান্ধার বোয়ালী গ্রাম থেকে গ্রেফতার করে র্যাব।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত আসামী নিজে মাকে হত্যার ঘটনা স্বীকার করেছে।
এ বিষয়ে গাইবান্ধা থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।
Leave a Reply