মোঃ সাজু মিয়া
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধিঃ
লালমনিরহাটের কালীগঞ্জে বজ্রপাতে আমিনুর ইসলাম (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দলগ্রাম ইউনিয়নের দক্ষিণ দলগ্রাম গ্রামের বুকশুলা সেতুর পাশে এ দুর্ঘটনায় ঘটে। আমিনুর ইসলাম ওই এলাকার হানিফ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাড়িতে থেকে বের হয়ে দলগ্রাম বাজারের দিকে যাচ্ছিল। ওই সময় হঠাৎ করে বজ্রপাত হলে আমিনুর ইসলাম ঘটনাস্থলে পড়ে যায়। পরে এলাকার কয়েকজন মানুষ তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসার পথে মারা যান।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।
Leave a Reply