এম আর এইচ সুমন,রংপুরঃ
ইউএনডিপি বাংলাদেশ এর সহযোগিতায় কোরবানির পশুরহাট সমূহে জনসাধারণকে মাস্ক ব্যাবহারে সচেতনা তৈরী ও মাস্ক বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করছে বাংলাদেশ স্কাউটস।
১৯জুন সোমবার রংপুর সিটি কর্পোরেশন এলাকার প্রাচীনতম ঐতিহাসিক কোরবানির পশু নিয়ে সমাহার বুড়ির হাটে বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চলের আয়োজনে রংপুর জেলার রোভার স্কাউটের সদস্যরা হাটে আগত ক্রেতা ও বিক্রেতাদের মাস্ক ব্যাবহারে সচেতনত করতে সকালে হাট শুরু হওয়া থেকে সন্ধ্যা অবধি হাটে অস্থায়ী একটি বুথ স্থাপন করে মাইকিং করে করোনায় জনসচেতনতামূলক প্রচারনা চালায় এবং আগত বিক্রেতা ও ক্রেতার মাঝে ফ্রী মাস্ক বিতরণ করে।
রোভার স্কাউট সদস্যরা জানায় ২০জুলাই রংপুর নগরীর বিখ্যাত হাট লালবাগেও তাদের এ কার্যক্র অব্যাহত থাকবে। রোভার স্কাউট সদস্যদের এ কার্যক্রম হাট এলাকা মাস্ক ব্যাবহারে সচেতনতায় বেশ সাড়া ফেলেছে।
Leave a Reply