রংপুরে অক্সিজেন সিলিন্ডার চোরচক্রের সন্ধান মিলেছে। মেডিকেলের স্টোর থেকে খালি সিলিন্ডার ৩টি ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় আটক করা হয়েছে ৬ জনকে। ট্রাক ৩টিও জব্দ করেছে পুলিশ।
শুক্রবার (২৩ জুলাই) দুপুরে ঢাকার মহাখালীতে স্বাস্থ্য বিভাগের কেন্দ্রীয় স্টোর রুমে অক্সিজেন সিলিন্ডার নেওয়ার জন্য ৩টি ট্রাক আসে রংপুর মেডিকেল কলেজের সামনে। জমা দেওয়া চালানপত্র দেখে সন্দেহ হলে স্টোরকিপার মেডিকেল প্রশাসনকে বিষয়টি জানান। মেডিকেল প্রশাসন কেন্দ্রীয় স্টোরে যোগাযোগ করে নিশ্চিত হয় সিলিন্ডার ঢাকায় নেওয়ার কোনো চিঠি বা নির্দেশনা তারা দেননি।
এরপর ট্রাকের চালক ও সহকারীদের আটকে রেখে পুলিশে খবর দেন হাসপাতালের কর্মচারী ইউনিয়নের নেতারা।
বিকেলে মেডিকেল থেকে ৩টি ট্রাক জব্দ করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য এর চালক ও সহকারীদের আটক করে থানায় নেওয়া হয়।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশীদ বলেন, সিলিন্ডার চোরচক্রের খবর পেয়ে হাসপাতালে গেলে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে তাদের আটক করে নিয়ে আসা হয়। এরসঙ্গে আরও কারা জড়িত সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
করোনাকালে অক্সিজেন সিলিন্ডার সোনার হরিণ হয়ে উঠেছে। ব্যাপক চাহিদার কারণে কোন অপরাধচক্র সুকৌশলে সরকারি এই হাসপাতাল থেকে সিলিন্ডার চুরির পরিকল্পনা করেছিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply